কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

রাজধানীর সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছেন অটোরিকশা চালকরা।
রবিবার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় অটোরিকশা চালকরা।
আরও পড়ুন: কালশীতে রাস্তা অবরোধ করে আগুন দিলো অটোরিকশা চালকরা
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে ইতোমধ্যে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলেই আছি, এ বিষয়ে যথাসম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে অটোরিকশা চালকরা। এ সময় বাসে থাকা যাত্রীরা বেশ আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।
আরও পড়ুন: মেট্রোরেলে ভ্যাট বসানো হবে ‘রং ডিসিশন’: কাদের
দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় তাদের অনেকের হাতে লাঠি দেখা যায়। এমনকি তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে দড়ি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে সড়কের ওপর তারা গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গন্তব্যে পৌঁছাতে মানুষজনকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।
এমএল/