Logo

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে সানরাইজার্স হায়দরাবাদ

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ০৬:২১
36Shares
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে সানরাইজার্স হায়দরাবাদ
ছবি: সংগৃহীত

এই ম্যাচের পাঞ্জাব অধিনায়ক জীতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। তাদের দাপটে ২১৪ রান করে পাঞ্জাব।

বিজ্ঞাপন

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের পথটা পরিষ্কার করে রাখল সানরাইজার্স হায়দরাবাদ। তারা এখন তাকিয়ে আছে রাজস্থানের হারের দিকে। বৃষ্টির কারণে এখনো সময়মতো শুরু হয়নি রাজস্থান-কলকাতা ম্যাচটি। এ ম্যাচে রাজস্থান জিতলেই হায়দরাবাদকে টপকে উঠে যাবে প্রথম কোয়ালিফায়ারে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।  

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (৪৬) এবং প্রভসিমরন সিংহ (৭১) জুটি গড়েন ৯৭ রানের । রিলি রুসো ৪৯ রান করেন। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে এই ম্যাচের পাঞ্জাব অধিনায়ক জীতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। তাদের দাপটে ২১৪ রান করে পাঞ্জাব।

বিজ্ঞাপন

সেই রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে হায়দরাবাদকে। প্রথম বলেই ট্রেভিস হেডকে বোল্ড করেন আরশদীপ সিংহ। কিন্তু সেই ধাক্কা সামলে নেন অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠি। তাঁরা ৭২ রানের জুটি গড়েন। অভিষেক ৬৬ রান করেন। রাহুল করেন ৩৩ রান। রান করেন নীতীশ রেড্ডী (৩৭) এবং হেনরিখ ক্লাসেন (৪২)। ৬ উইকেট হারালেও জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD