ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৪


ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম
ছবি: সংগৃহীত

সোমবার (২০ মে) বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ও সৌদি আরবের বাদশাহ সালমানের অসুস্থতার খবরে প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা রয়েছে। সালমানের অসুস্থতার কারণে তার জাপান সফর বাতিলের খবরও জানিয়েছেন দেশটির যুবরাজ। 


রয়টার্সের খবরে জানানো হয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে ৪১ সেন্ট বা ০.৫ শতাংশ। বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৮৪.৩৯ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ২৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮০.২৯ ডলারে পৌঁছেছে।


আরও পড়ুন: ইরানের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া কে এই মোহাম্মদ মোখবার?

 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তিনি রবিবার (১৯ মে) আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও সফর ছিলেন। ইতোমধ্যে ,তার মৃত্যুতে দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 


আরও পড়ুন: প্রেসিডেন্ট রাইসি নিহতের ঘটনায় পাঁচ দিনের শোক ঘোষণা ইরানে


অন্যদিকে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর বাতিল করেছেন। ২০ মে সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। 


আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর জানান, ‘বাদশাহর স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যুক্ত করেছে। তেলের মূল্য আরও বাড়তে পারে।’


তিনি আরও জানান, ‘আমি মনে করি এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।


জেবি/আজুবা