কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪


কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের আওতায় প্লান্ট কোয়ারেন্টাইন উইং ও স্টেশনের কর্মকর্তা প্রশিক্ষন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৫ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কোয়ারেন্টাইন উইং ও স্টেশনের কর্মকর্তা প্রশিক্ষন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। এ সময় প্রকল্প পরিচালক ড. শামীম আহমেদ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: গাজীপুরে তীব্র তাপদাহে দেশীয় চায়না-৩ লিচু ঝরে পড়ছে


কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শামীম আহমেদ বলেন, ল্যাবের স্থায়ী জনবল সৃষ্টির ক্ষেত্রে ৬০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষনের মাধ্যমে ল্যাব পরিচালনার বিষয়টি সামনে আসে। আর সেই কারণেই নতুন ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হলো।


আরও পড়ুন: এক ডগায় ১৮ লাউ, দেখতে উৎসুক জনতার ভিড়


উল্লেখ, চলমান এই প্রকল্পের ৮৯টি পদ সৃজনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদন দিয়েছে। এই পদ সমূহের মধ্যে বিসিএস (কৃষি) বা ক্যাডার পদ ও নন-ক্যাডার পদ রয়েছে এবং আউটসোর্সিং পদের সৃজন লক্ষ্য করা যায়। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয়।


জেবি/এসবি