ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

পরে তাকে ফায়ার সার্ভিস এসে বাসের বিভিন্ন অংশ কেটে তাকে উদ্ধার করেন
বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকাগামী ডি লিংক বাসের সঙ্গে মানিকগঞ্জগামী প্রিয়াঙ্কা বাসের মুখোমুখি এই সংঘর্ষে দুর্ঘটনাকবলিত বাসে আটকে পড়ে এক চালক। পরে তাকে ফায়ার সার্ভিস এসে বাসের বিভিন্ন অংশ কেটে তাকে উদ্ধার করেন।
সোমবার (২৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উদ্ধার করা বাসের চালক সাভারের পাথালিয়ার নয়ারহাট এলাকার ননী গোপাল রাজবংশী (৩৫)।
ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে ঢাকাগামী ডি লিংক বাসের সঙ্গে মানিকগঞ্জগামী প্রিয়াঙ্কা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডি লিংক বাসের চালক দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই চালককে বাস থেকে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন








