Logo

চেয়ার ফিরে পেয়ে যা বললেন ডিপজল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ০৫:২৬
56Shares
চেয়ার ফিরে পেয়ে যা বললেন ডিপজল
ছবি: সংগৃহীত

আলহামদুলিল্লাহ, সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যেন থামছেই না। বিষয়টি এখন শুধু অভিযোগেই সীমাবদ্ধ নেই, গড়িয়েছে আদালত পর্যন্তও। ডিপজলের সাধারণ সম্পাদক পদ নিয়ে ১৫ মে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় শিল্পী একটি রিট আবেদন করেন। ফলে, আদালত পদটি স্থগিত ষোষণা করে। পরবর্তীতে গত ২৬ মে শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল।  

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে  শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সম্পাদক পদ ফিরে পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই এই অভিনেতার। 

বিজ্ঞাপন

আদালতের রায়ের পর ডিপজল বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ মামলার শুরুতেই বলেছিলাম, আমি আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। আমি মাননীয় আদালতের কাছ থেকে সুবিচার পেয়েছি। আলহামদুলিল্লাহ, সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন।

বিজ্ঞাপন

এদিকে নিপুন আক্তার পুনরায় আপিল করতে পারেন, এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিপজল জানান, করতেই পারে। সমস্যা নেই। আইনিভাবেই তা মোকাবিলা করব। আমি এবং আমার প্যানেলের প্রার্থীরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি। এ নির্বাচন ইন্ডাস্ট্রির সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে। কাজেই আমরা আত্মবিশ্বাসী, সত্যের জয় হবেই। আইনি প্রক্রিয়ায় এ সত্য প্রতিষ্ঠিত হয়েছে ও হবে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD