ক্রিকেটার সংকট, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কোচদের নিয়ে খেলবে অস্ট্রেলিয়া!


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪


ক্রিকেটার সংকট, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কোচদের নিয়ে খেলবে অস্ট্রেলিয়া!
ছবি: সংগৃহীত

আর মাত্র ৬ দিন পরই বসতে চলেছে টি-টোয়েন্টি-২০২৪ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টের মূল পর্বে মাঠে নামার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রায় সবগুলো দল। তবে প্রস্তুতি ম্যাচের একাদশ সাজানোর জন্য ১১ জন ক্রিকেটারই পাচ্ছে না অজিরা। ৯ জন ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। এমনটা হলে কোচিং স্টাফদের নিয়ে নামিবিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে অস্ট্রেলিয়া।


আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। তবে ১৫ জনের মধ্যে প্যাট কামিন্স, ট্রাভিস হেড এবং মিচেল স্টার্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে খেলেছেন। তাই বিশ্বমঞ্চে ২২ গজে নামার আগে তাদের কয়েকদিনের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: আইপিএল শেষে কে কত টাকা পুরষ্কার পেলেন?


অন্যদিকে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইপিএলের প্লে-অফে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুই ক্রিকেটার ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া এখনও ওয়েস্ট-ইন্ডিজে পৌঁছাতে পারেননি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাই অজিদের একাদশ সাজানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। 


সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপকালে অজি অধিনায়ক মিচেল মার্শের বলেছেন, ‘ফ্লেক্সিবল হওয়াটা জরুরি। ছেলেরা আইপিএলে খেলেছে। ফলে তারা প্রচুর ক্রিকেট খেলেছে। তাই আমরা তাদের বিশ্রাম দিয়ে বাড়িতে যেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটাকে গুরুত্ব দিয়েছি। সতেজ হয়ে পরে এসে যেন তারা আমাদের জন্য ভালো খেলতে পারে। আমরা আমাদের পুরো স্কোয়াড পেয়ে যাব, তবে তাদের বিশ্রাম দেওয়াটাও জরুরি, যদি তা অল্প কিছু দিনের হয় তা-ও।’


আরও পড়ুন: এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের চূড়ান্ত স্কোয়াড


অন্যদিকে আইপিএলে চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মার্শ। এখনও শতভাগ ফিট নন তিনি। তাই শুধু ব্যাটার হিসেবেই প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি। তাই তারও ফিল্ডিং করার সম্ভাবনা নেই।


মার্শের মন্তব্য, ‘ফিট হওয়ার জন্য যা যা দরকার, শেষ মুহূর্তে আমি সেসব নিয়েই কাজ করছি। আজ সব ভালো গিয়েছে। উন্নতি কিছুটা ধীরে হচ্ছে, তবে আমি টুর্নামেন্টে ভালো করার জন্য মুখিয়ে আছি।’


প্রসঙ্গত, বিশ্বকাপে অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে তাদের সঙ্গে আরও আছে ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। আগামী ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অজিরা।


জেবি/আজুবা