মেহেদীর জাদু-তানজিদের তাণ্ডব, সিরিজ জয় টাইগারদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একদিকে মেহেদী হাসানের ঘূর্ণির জাদু, অন্যদিকে তানজিদ হাসানের বিধ্বংসী ব্যাটিং। দুই তরুণের অনন্য পারফরম্যান্সেই কলম্বোতে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ দল।
ম্যাচটা যেন লেখা হয়েছিল দুই নায়ককে ঘিরেই—একজন বল হাতে মেহেদী হাসান, আরেকজন ব্যাট হাতে তানজিদ হাসান। মেহেদী তার স্পিন জাদুতে লঙ্কান ব্যাটিং ধ্বংস করলেন, আর তানজিদ খেললেন চোখধাঁধানো ৭৩ রানের ইনিংস, যা নিশ্চিত করল জয় ও সিরিজ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মেহেদী হাসানের স্পিনে একে একে ফিরেছেন নিশাঙ্কা, পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কা। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট—টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক স্পেল উপহার দিলেন এই অলরাউন্ডার।
লঙ্কানদের পক্ষে একটু প্রতিরোধ গড়তে পেরেছেন কেবল ওপেনার পাথুম নিশাঙ্কা (৪৬) ও শেষদিকে দাসুন শানাকা (৩৫*), যার শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে ১৩২ পর্যন্ত যায় স্কোর। তবে সেটা খুব একটা প্রভাব ফেলেনি ম্যাচের ফলাফলে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান
মাত্র ১৩৩ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই ফিরেছেন ইমন। কিন্তু এরপর তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে গড়েন ৭৪ রানের জুটি। লিটন করেন ৩২, কিন্তু রীতিমতো একাই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তানজিদ—মাত্র ৪৭ বলে ৭৩ রান, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা!
শেষদিকে হৃদয়ের (২৫ বলে ২৭*) সঙ্গে ৫৯ রানের আরেকটি জুটি গড়ে ১৬.৩ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।
এমএল/