শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং শেখ মেহেদীর


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫


শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং শেখ মেহেদীর
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ না খেলার হিসেব যেন সুদে-আসলে বুঝে নিচ্ছেন শেখ মেহেদী। তা না হলে কলম্বোয় সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে এমন মায়াজাল সাজাতেন না তিনি। এতটাই মায়াজাল সাজিয়েছেন যে শ্রীলঙ্কান ব্যাটররা ধরা পড়ছেন তার ফাঁদে।


মঙ্গলবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ পেয়ে শ্রীলঙ্কাকে স্পিনবিষে ছোবল মারছেন শেখ মেহেদী।


আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


তার দুর্দান্ত বোলিংয়েই তো দলীয় রান ৫০ না হতেই ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। তবে উইকেটের শুরুটা করেছেন শরীফুল ইসলাম। দলীয় ১৪ রানে কুশল মেন্ডিসকে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শরীফুল।


এরপর শুরু হয় শেখ মেহেদীর ঘূর্ণি। তাতে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এক এক করে লঙ্কানদের টানা ৪ উইকেট নেন অফস্পিনার। শ্রীলঙ্কান ব্যাটারদের নাচিয়ে ক্যারিয়ারসেরা বোলিংও করেছেন শেখ মেহেদী।


আরও পড়ুন: সাকিব না থাকায় বিলাসিতা করার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ: সালাউদ্দিন


১১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটা মেডেন ওভারও করেছেন। আগের সেরা ছিল ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট। 


এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার দলীয় স্কোর ১১ ওভারে ৫ উইকেটে ৬৬ রান। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ক্রিজে আছেন দাসুন শানাকা।


এমএল/