সাকিব না থাকায় বিলাসিতা করার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ: সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

ক্রিকেটে অলরাউন্ডারের চাহিদা অনেক বেশি। কেননা দুজনের কাজ একজনকে দিয়েই হয়ে যায়। প্রায় দুই দশক ধরে দেশের ক্রিকেটে সেই কাজটাই করে আসছেন সাবেক বিশ্বসেরা সাকিব আল হাসান। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের পারফরম্যান্সে অবশ্য একটু ভাটা পড়েছে।
তবে এখনো নিজের দিনে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট ক্ষমতা রাখে সাকিব। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলে তার প্রমাণও দিয়েছেন তিনি। সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ৫৮ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও পারছেন না জাতীয় দলের হয়ে খেলতে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে যে খেলতে পারছেন না বাংলাদেশের হয়ে।
আরও পড়ুন: সাকিব আল হাসানের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি
প্রায় বছরখানেক ধরে জাতীয় দলে নেই সাকিবের বিচরণ। তবে দলে না থাকলেও ঠিকই দলের আলোচনায় আছেন তিনি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের অনেকক্ষণ জুড়েই বাংলাদেশি অলরাউন্ডার থাকলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সাকিবের অভাব পূরণ করা যে কঠিন তা আজ মোহাম্মদ সালাউদ্দিনের কথাতেই ফুটে উঠেছে। সাকিব না থাকায় বিলাসিতা করার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেছেন, ‘আমাদের অনেক কিছুর বিলাসিতা করার সুযোগ নেই। অনেক সময় আমাদের ব্যাটার কম থাকে, আবার অনেক সময় বোলার কম থাকে। সাকিব যখন ছিল তখন আমাদের বিলাসিতা করার সুযোগ ছিল।
আরও পড়ুন: দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা
কারণ একজনকে দিয়েই আমরা একজন এক্সট্রা বোলার আবার একজন ব্যাটারও খেলাতে পারতাম।’ তাই এখন সবকিছু ভেবেই দল গঠন করতে হয় জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘এখন টিমের যেটুকু শক্তি আছে সেটুকু নিয়েই চলতে হয়। সেভাবে আমরা দল সাজাই। এখন আমরা নাসুমকে খেলালে সুবিধা পেতে পারি বোলিংয়ে, তখন আবার রিশাদকে বসাতে হতে পারে। সবদিক এখন ভাবতে হয়। ব্যাটিংয়ের দিকেও তাকাতে হয়। এই কারণে আমি বলব, আমরা যাই করি সবাই মিলেই করার চেষ্টা করি। সব দিকেই ব্যালেন্স করে আমাদের চলতে হয়।’
এমএল/