সাকিব আল হাসানের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে বিসিবিতে আলোচনাও শুরু হয়েছে। এবার সাকিবের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আমিনুল ইসলাম বলেন, সাকিবের সঙ্গে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি। আমি আগেও বলেছি এই কাজটা নির্বাচকদের এবং নির্বাচকরাই সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব হচ্ছে, আমি ক্রিকেট বোর্ড চালাই, দল নির্বাচন করি না।
আরও পড়ুন: দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা
সাকিবকে দলে ফেরানোর নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার না থাকলেও তার সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, সাকিব অ্যাভেইলেবল খেলোয়াড়। যেহেতু সে সব ফরম্যাট থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং বলার পর সিদ্ধাস্ত নিতে পারব।
গত এক বছর ধরেই সাকিবের দলে ফেরা নিয়ে চরম নাটকীয়তা চলছে। বোলিং অ্যাকশনে সমস্যার সময় বোর্ডের যুক্তি ছিল, শুধু ব্যাটার সাকিবকে তারা দলে দেখেন না। তাই দেশের বাইরেও সুযোগ পাওয়া বন্ধ হয় সাকিবের।
আরও পড়ুন: ফিফটির আক্ষেপ শামীমের, লড়াকু পুঁজি টাইগারদের
তবে ফিরে এসে ভালো পারফর্ম করে আবারও বোর্ডের দরজায় কড়া নাড়ছেন সাকিব। তবে বিভিন্ন জটিলতার কারণে সেটাকে আদৌ বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে কিনা, সেটাই চিন্তার বিষয়।
এমএল/