বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল লিটন দাশের দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ দল। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক।
মঙ্গলবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
আরও পড়ুন: সাকিব না থাকায় বিলাসিতা করার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ: সালাউদ্দিন
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন শেখ মেহেদী আর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এমএল/