দেশের হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখতে চাই: শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪
আগামী ২ জুন বসবে টি-টোয়েন্টির সবচেয়ে বড় মেগাআসর নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে টাইগাররা এখন যুক্তরাষ্ট্রের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। এর আগে আগামী ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে শান্ত-সাকিবরা। মঙ্গলবার (২৯ মে) ঝড়-বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। তারপরেও ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচটা খেলার আশা করছে বাংলাদেশ।
লাল-সবুজের জার্সিতে বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। চলতি মৌসুমেই পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পেয়েছেন তিনি।
বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বুধবার (২৯ মে) শান্ত জানান, 'আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন স্বপ্ন থাকে যে দেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করা। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক এক্সসাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে ইনজয় করতে চাই।'
আরও পড়ুন: বিশ্বকাপের স্বপ্নভঙ্গ সাইফউদ্দিনের, বাদ পড়া নিয়ে যা বলল বিসিবি
শান্ত আরও বলেন, দেশের হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখতে চায়। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে শান্ত বলছিলেন, 'দলের হয়ে প্রত্যেকদিন কনট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট।'
নিজের ফর্ম ফিরে আসার পরেই শান্তর কাঁধে চলে আসে অধিনায়কের দায়িত্ব। ব্যাটেও পাননি রানের দেখা। এমন অবস্থায় খুব চাপ কি না সেই প্রশ্নও উঠেছে। উত্তরে শান্ত জানান, ‘খুব বেশি অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় ইনজয় করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি।’
আরও পড়ুন: না থাকলেও আমি এই দলেরই একজন, বললেন মিরাজ
শান্তর অধীনে বাংলাদেশ বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ ‘ডি’তে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।
জেবি/আজুবা