Logo

না থাকলেও আমি এই দলেরই একজন, বললেন মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৪, ০১:২৮
137Shares
না থাকলেও আমি এই দলেরই একজন, বললেন মিরাজ
ছবি: সংগৃহীত

মিরাজের বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা না পাওয়া নিয়ে টাইগার ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। নানা - কল্পনা শেষে ১৫ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে বোর্ড। এবারের বিশ্বকাপে তারুণ্য নির্ভর দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। তবে সেই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। একটা সময় এই মিরাজই ছিলেন তিন ফরম্যাটেই অটো চয়েজ। কিন্তু তাকেই এখন দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

বিজ্ঞাপন

মিরাজের বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা না পাওয়া নিয়ে টাইগার ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।  

বিজ্ঞাপন

বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। মিরাজও নিশ্চয়ই সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন। তবে অন্তরের কষ্ট অন্তরেই আটকে রাখলেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

দলের সঙ্গে যেতে না পারলেও বিশ্বকাপের পথচলায় দলকে শুভকামনা জানিয়েছেন এই ক্রিকেটার। সোস্যাল মিডিয়ায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ফটোসেশনের ছবি আপলোড করে মিরাজ লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’

বিজ্ঞাপন

 শুভকামনা জানানো স্ট্যাটাসের শেষে মিরাজ দলকে দিয়েছেন একটি লাভ ইমোজি। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD