৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রোহিত–কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দীর্ঘ বিরতিতে যেতে হচ্ছে ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আগামী কয়েক মাস ভারতের কোনো ওয়ানডে সূচি না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দেখা মিলবে না অন্তত ছয় মাসের জন্য।
বিজ্ঞাপন
সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন বিরাট কোহলি। তিন ম্যাচে তিনি করেছেন ২৪০ রান। শেষ ওয়ানডেতে অল্পের জন্য হাতছাড়া হয়েছে তার ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি। তবে রোহিত শর্মার ব্যাটে হতাশাজনক পারফরম্যান্স দেখা গেছে। পুরো সিরিজে মাত্র ৬১ রান করেন তিনি, যেখানে সর্বোচ্চ ইনিংস ছিল ২৬ রানের।
ইদানীং আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনায় খুব একটা নেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর তারা কেবল ওয়ানডেতেই নিয়মিত খেলছেন। কিন্তু সামনের কয়েক মাস ভারতের কোনো ওয়ানডে সিরিজ না থাকায় আপাতত জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ নেই তাদের।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সিরিজের পর ভারতের পরবর্তী আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর রয়েছে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এসব ফরম্যাট থেকে আগেই অবসর নেওয়ায় কোহলি ও রোহিত এই দুটি আসরে অংশ নিচ্ছেন না।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই এই সংস্করণ থেকে অবসর ঘোষণা করেন ভারতের এই দুই কিংবদন্তি। যদিও বিশ্বকাপ পরবর্তী সময়ে আইপিএলে ব্যস্ত থাকবেন তারা। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন, আর রোহিত শর্মার লক্ষ্য থাকবে আইপিএলে নিজের ষষ্ঠ শিরোপা জেতা।
বিজ্ঞাপন
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় এখন ভক্তদের অপেক্ষা শুধুই ওয়ানডেতে তাদের ফেরার দিকে। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে হওয়ার কথা। আগামী জুনে তিন ম্যাচের সিরিজ খেলতে আফগানদের ভারত সফরের সম্ভাবনা থাকলেও এখনো চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি। তবে জুনে সিরিজ অনুষ্ঠিত হলে, অন্তত ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন রোহিত ও কোহলি।
এছাড়া বছরের মাঝামাঝি ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সাদা বলের সিরিজ রয়েছে। তবে সীমিত ম্যাচ সূচি হলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত শর্মা ও বিরাট কোহলি অপরিহার্য অংশ। অভিজ্ঞতা ও নেতৃত্বের জায়গা থেকে বড় মঞ্চে এখনও এই দুই তারকার ওপরই আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।








