Logo

টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পরল ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮
টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সে ফের শ্রেষ্ঠত্বের মুকুট পরল ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি দলটি। রোববার সাও পাওলোতে অনুষ্ঠিত ফাইনালে চিলিকে ৬–২ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

বিজ্ঞাপন

স্বাগতিকদের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ পার্কে দর্শকে পরিপূর্ণ গ্যালারির সামনে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় ব্রাজিল। ৪১ হাজার ৩১৬ দর্শকের উপস্থিতিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচের প্রথম আট মিনিটেই তিন গোল করে এগিয়ে যায় ব্রাজিল, যা কার্যত ফাইনালের গতিপথ নির্ধারণ করে দেয়।

এরপর চিলি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দুই গোল শোধ দিয়ে ব্যবধান কমালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। প্রতিপক্ষের ওপর আবারও চাপ বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল এবং আরও তিনটি গোল করে নিশ্চিত করে শিরোপা।

বিজ্ঞাপন

জেরার্ড পিকের উদ্যোগে প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটে ২০২৫ সালে শুরু হওয়া কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স সেভেন-এ-সাইড ফুটবলের একটি ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক আসর। এর প্রথম আসরেও ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ধারাবাহিক সাফল্যে টুর্নামেন্টের প্রথম দুটি আসরেই শিরোপা নিজেদের করে নিল দলটি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD