Logo

ভারতে খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:২৫
ভারতে খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভেন্যু পরিবর্তনে রাজি না হলে বাংলাদেশ দল যদি ভারতে খেলতে না যায়, সে ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন তথ্য জানিয়েছে বিশ্বস্ত বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

এর আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ইস্যুতে আইসিসি তাদের নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তন করতে আগ্রহী নয়। এএফপির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি দল পাঠাতে ব্যর্থ হলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি। আইসিসির বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বাংলাদেশের পরবর্তী অবস্থানে রয়েছে, ফলে তারাই পাবে সুযোগ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টানাপোড়েন শুরু হয় মুস্তাফিজুর রহমানকে নিয়ে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলে না রাখায় প্রশ্ন তোলে বিসিবি। বিসিবির বক্তব্য—যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো একটি দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

ইএসপিএন-ক্রিকইনফো সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে। বৈঠকে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে জানায়—তারা বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের বাইরে ভেন্যুতে। এ ক্ষেত্রে সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন

তবে আইসিসি তাদের নির্ধারিত সূচি ও গ্রুপিং পরিবর্তনে অনড় অবস্থানে রয়েছে। সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। বৈঠকে বিসিবি অনুরোধ জানায় বাংলাদেশকে গ্রুপ ‘বি’-তে স্থানান্তর করে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদলের, যাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়।

আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আশ্বস্ত করা হয়েছে যে, ভারতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD