জয়ের ধারায় ফিরল বাংলাদেশ নারী ফুটসাল দল

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালের তৃতীয় ম্যাচে জয়ের পথে ফিরেছে বাংলাদেশ। সোমবার নেপালের বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্সে ৩-০ গোলে জয় তুলে নেয় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। আগের ম্যাচে ভুটানের সঙ্গে ড্রয়ের পর এই জয় শিরোপা দৌড়ে বাংলাদেশকে আবারও এগিয়ে নিল।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। দলের হয়ে গোলের সূচনা করেন অধিনায়ক সাবিনা খাতুন। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল—প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচে একটি করে গোল করেছেন তিনি। প্রথমার্ধের আরেকটি গোল আসে কৃষ্ণা রাণী সরকারের পা থেকে। বলের দারুণ নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার নিখুঁত শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
উল্লেখ্য, সাবিনা ও কৃষ্ণা দুজনই দীর্ঘদিন জাতীয় নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মতবিরোধের জেরে তারা বর্তমানে জাতীয় দলের বাইরে থাকায় ফুটসালেই মনোযোগ দিচ্ছেন।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা বজায় রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে নেপালের রক্ষণভাগ। ফ্রি-কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া লিপি আক্তারের জোরালো শট তৃতীয় গোল হিসেবে জালে জড়ায়। যদিও পরে নেপালের পাল্টা আক্রমণগুলো গোলরক্ষক ঝিলির দৃঢ়তায় ব্যর্থ হয়।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে ৩-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে সাবিনারা। নেপালের বিপক্ষে এই জয়ের ফলে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট, যা তাদের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। এদিকে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর বুধবার নারী দলের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।








