বিশ্বকাপের প্রতিযোগিতায় পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে চান সামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের নবম আসর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে শ্রীলঙ্কা এবং ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। দুইবারই দলের নেতৃত্ব দিয়েছেন ক্যারিবিয়ান তারকা ড্যারেন সামি। এবার তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সাবেক এই অধিনায়ক।
যেহেতু এবারের বিশ্বকাপ ঘরের মাঠেই গড়াবে তাই শিরোপা জয়ের ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান কোচ ড্যারেন স্যামি।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিল কারা?
স্যামি বলেন, এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি দলকে নিয়ে আমরা গত বছর বেশ কাজ করছি। যেসব ক্রিকেটারকে আমরা খুঁজে বের করেছি, তারাই এখন ম্যাচ জেতাচ্ছে। আমার মনে হয়, এবারের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বকে নাড়িয়ে দেব।
আরও পড়ুন: ভারতের কোচ পদে আবেদন করেছেন মোদি,শচীন, ধোনি!
গত বছর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু এবারের দল অন্যরকম বলে মনে করছেন অ্যাম্ব্রস। তিনি বলেন, 'ছেলেরা যদি ধারাবাহিকতা দেখাতে পারে এবং বুদ্ধি দিয়ে ক্রিকেট খেলে, তা হলে আমি বিশ্বাস করি এই দল ট্রফি জিততে পারে।'
বিশ্বকাপের উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ়। গ্রুপ সি-তে রয়েছে তারা। ‘সি’ গ্রুপে আরও রয়েছে- আফগানিস্তান, উগান্ডা ও নিউজিল্যান্ড।
জেবি/আজুবা