কুমিল্লার ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


কুমিল্লার ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদক নির্মূলে থানা পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে ২জন মাদকসেবীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো, উপজেলার উত্তর পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর ও দুলাল মিয়ার ছেলে ইব্রাহিম।


পুলিশের সূত্র থেকে জানা যায়, শুক্রবার (৩১মে) দিবাগত রাত ৯টা ৩০ মিনিটে ইউএনও সিফাত উদ্দিন ও মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র সরকার ও এএসআই মো. শামীম আহম্মেদ অভিযান পরিচালনা করেন। সদর ইউনিয়নের উত্তরপাড়ার আনোয়ারা বেগমের বসত ঘরে মাদকদ্রব্য অ্যামফিটামিন সেবন করে মাতলামির অপরাধে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদান করা হয়।


আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রনে, পুড়েছে ২ শতাধিক ঘর


মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, যতদিন পর্যন্ত মাদক সম্পূর্ণ নির্মূল না হবে ততদিন অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


এমএল/