বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে ত্রাণ বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০১ পিএম, ১লা জুন ২০২৪

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শতাধিক রাখাইন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১মে) রাত ৯টার দিকে উপজেলার নামিশিপাড়া এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করে ইউএনও সিফাত আনোয়ার তুমপা।
জানা যায়, এ উপজেলার ঘরবাড়ি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় রিমাল শেষে ক্ষতিগ্রস্ত রাখাইন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা প্রশাসন। নিশনবাড়িয়া ইউনিয়নের নামিশিপাড়া এলাকার ক্ষতিগ্রস্থ শতাধিক রাখাইন সম্প্রদায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন। এছাড়াও শিশু খাদ্য ও গো’খাদ্য বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: বাউফলে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম স্যারের নির্দেশে প্রতিটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। এর ধারাবাহিকতায় শুক্রবার ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

বাকেরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে রক্তের গ্রুপ ভুল নির্ণয়, প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

ভোলায় খসে পড়ছে শতবর্ষী মাদ্রাসার ছাদ, ব্যাহত পাঠদান
