সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী এ ম্যাটে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।

মাঠে নেমেছে তামিম ইকবালের দল। টাইগার দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান পারিবারিক কারণে দেশে ফেরার কথা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে।

এদিকে ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকার দল থেকে ছিটকে গেছেন ওয়েইন পারনেল। এই পেসারের জায়গায় দলে এসেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।
সিরিজ নির্ধারণী ম্যাচটা সেঞ্চুরিয়ন সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজে বাংলাদেশের একমাত্র জয় এই মাঠেই এসেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে, জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

ওআ/