Logo

এবারের বিশ্বকাপ যেসব তারকা ক্রিকেটারের বিদায়ের মঞ্চ!

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ০১:০৭
43Shares
এবারের বিশ্বকাপ যেসব তারকা ক্রিকেটারের  বিদায়ের মঞ্চ!
ছবি: সংগৃহীত

টি টোয়েন্টিতো বটেই ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিতে চলেছেন বিশ্বকাপের পর।

বিজ্ঞাপন

ইতোমধ্যে মাঠে গড়িয়েছে চার-ছক্কা ঝনঝনানির সবচেয়ে বড় মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো ২০ দল নিয়ে কোনো ইভেন্ট আয়োজন করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নামিদামী সব অভিজ্ঞ আর তারকা ক্রিকেটারের বিদায়ের মঞ্চ হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, জস বাটলাররা শেষের শুরুর অপেক্ষায়। বিশ্বকাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে থাকছে বিদায়ী ক্রিকেটারদের নিয়ে। 

বিশ্বকাপ দিয়ে এই স্বল্প ফরম্যাট ছাড়ার আভাস দিয়েছেন সাকিব আল হাসান। অর্থাৎ বিশ্বকাপতো বটেই লাল সবুজ জার্সিতে অন্তত শর্টার ভার্সনের ক্রিকেটে আর হয়তো দেখা যাবে না আসরের সবচেয়ে বেশি ৪৭ উইকেট নেয়া মি: সেভেনটি ফাইভকে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে লাল-সবুজের জার্সিতে সবগুলোতেই অংশগ্রহণ করেছেন সাকিব।

বিজ্ঞাপন

২০২১ এ অধিনায়কত্ব করে ২২ আসরের স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। কাচা-পাকা দাঁড়িতে এবারের বিশ্বকাপে ভিন্নরূপে ফিরেছেন তিনি। অটোমেটিক চয়েজ এই ক্রিকেটারের শেষ আসর হতে চলেছে ওয়েস্টইন্ডিজ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ

বিজ্ঞাপন

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বয়স এখন ৩৮। বিশ্বআসরে এবারই হয়তো শেষবারের মতো টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে দেখা যাবে রোহিতকে।

বিজ্ঞাপন

রোহিতের পথেই হাঁটতে পারেন বিরাট কোহলিও। ২০২৬ আসরে যার বয়স হবে ৩৮। গেলবছর অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নারও। টি টোয়েন্টিতো বটেই ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিতে চলেছেন বিশ্বকাপের পর।

বিজ্ঞাপন

মানসিক আর শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে আইপিএলের মাঝপথে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ স্কোয়াডে এ ক্রিকেটারের থাকা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। শেষ পর্যন্ত জায়গা পেলেও এবারের বিশ্বকাপই হতে চলেছে ম্যাক্সওয়েলের শেষ বিশ্বকাপ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির ফেরিওয়ালা আন্দ্রে রাসেল। জাতীয় দলে নিয়মিত না হলেও বিশ্বআসর খেলবেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে এ অলরাউন্ডারকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। তবে ইংলিশ অধিনায়ক জস বাটলারের সে আক্ষেপ নেই। বাটলার ছাড়াও বিশ্বচ্যাম্পিয়নরা এবারের আসরের পর থেকে মিস করবে বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদের মত ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক-ডেভিড মিলার আফগানিস্তানের মোহাম্মদ নবীরাও বিশ্বকাপ দিয়ে শেষ বলতে পারেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD