Logo

দুই দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চে খেলেছেন যেসব ক্রিকেটাররা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ০৬:৩০
58Shares
দুই দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চে খেলেছেন যেসব ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

বিশ্বে হাতেগোনা পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে মেতে উঠবে এবারের মেগাআসর।

  

রবিবার (২ জুন) বাংলাদেশ সময় ভোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নেমেই এক ইতিহাস সৃষ্টি করেছেন কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার দু’টি আলাদা দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেন। বিশ্বে হাতেগোনা পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে কিউইদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। এবারের বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলছেন তিনি। তালিকায় বাকি চার ক্রিকেটার হলেন- রুলফ ভ্যান ডার মারওয়া, ডার্ক ন্যানেস, মার্ক চ্যাপম্যান ও ডেভিড ভিসা। ভ্যান ডার মারওয়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস, ন্যানেস অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস, চ্যাপম্যান হংকং ও নিউজিল্যান্ড এবং ভিসা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন।

বিজ্ঞাপন

১। ভ্যান ডার মারওয়া- দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস

২। ডার্ক ন্যানেস- অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

৩। মার্ক চ্যাপম্যান- হংকং ও নিউজিল্যান্ড

৪। ডেভিড ভিসা- দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া

৫। কোরি অ্যান্ডারসন- নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD