আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না, আদেশ বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৪
এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসছে ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ জুন
এর আগে গেল ৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন উচ্চ আদালত। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দেন।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এর ফলে কোরবানির ঈদে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানান আইনজীবীরা।
আরও পড়ুন: র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
জেবি/এসবি