ডিমলায় কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪


ডিমলায় কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৩ জুন) বিকাল তিনটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সিএমসি সভাটি অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: লালমনিরহাটে ভোক্তা অধিকারের অভিযান  


উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মো. আনায়ারুল হক সরকার মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবাগত ভাইস চেয়ারম্যান বাবু উত্তম কুমার রায়, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়। 


সভায় বক্তারা কিশোর কিশোরীদের মানষিক বিকাশ ঘটাতে ইতিবাচক, নীতিবাচক আলোচনা, বিভিন্ন ধরনের খেলাধুলা করার পরামর্শ দিয়ে বাল্য বিবাহ, শিশু শ্রম, নারী-শিশু নির্যাতন দমনে সমন্বিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার একাত্মতা প্রকাশ করেন।


আরও পড়ুন: পঞ্চগড়ে চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মামববন্ধন


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদঃ) পূরবী রানী রায় এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, কিশোর কিশোরী ক্লাবের উপজেলা জেন্ডার প্রমোটর আলিফ হাসান, নুরনবী ইসলাম ও দশ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, অভিভাবক সদস্য, ডিমলা থানার পুলিশ সদস্য, ইমাম, পুরোহিতসহ সচেতন ব্যক্তিবর্গ। 


এমএল/