Logo

যে কারণে শাকিবের ‘দরদ’ আটকা!

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০১:২৫
67Shares
যে কারণে শাকিবের ‘দরদ’ আটকা!
ছবি: সংগৃহীত

তবে সিনেমাটির নির্মাতা অনন্য মামুন বলছেন ভিন্ন কথা

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই নায়কের বেশিরভাগ সিনেমা ইদ ঘিরেই মুক্তি পাচ্ছে। তার অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দরদ’। সিনেমাটি নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। কেননা এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের জনপ্রিয় ‘জান্নাত’ খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান। তবে জানা গেল, একটি শর্তের বিনিময়ে ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ  শাকিব।

বহুল আলোচিত সিনেমা ‘দরদ’-এর মুক্তির কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সেসময় ‘দরদ’-এর নির্মাতা অনন্য মামুন বলেছিলেন, তিনি সিনেমাটি ভারতীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন। তাই সিনেমার মুক্তির বিষয়টি এখন আর তার হাতে নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিগ বাজেটের ‘দরদ’ সিনেমা ঈদের মতো বড় উৎসবে কেন মুক্তি পাচ্ছে না। এ নিয়ে অনেকের মনেই জানার কৌতুহল জেগেছে। তবে বিশেষ এক সূত্র বলছে, ঈদে ‘দরদ’-এর মুক্তি পাক শাকিব খান নাকি নিজেই চান না। কারণ হিসেবে জানা যায়, ঈদে তার অভিনীত সিনেমা মুক্তির জন্য শাকিব নাকি অন্য সময়ের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। ‘দরদ’ ঈদে মুক্তি পাবে না সেই শর্তেই সিনেমাতে চুক্তিবদ্ধ হন তিনি। 

তবে সিনেমাটির নির্মাতা অনন্য মামুন বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, বিগ বাজেটের ‘দরদ’ বাংলা, হিন্দিসহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। সব মিলে তাদের প্রস্তুতি নিতেও বেশ সময় লেগেছে। শুধু বাংলাদেশ কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হয়নি। ভারতসহ বিশ্বজুড়ে একযোগে মুক্তি দিতে চান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, মূলত চুক্তির গ্যাঁড়াকলেই আটকে রয়েছে শাকিব-সোনালের ‘দরদ’। তাই প্রযোজনা সংস্থার ইচ্ছা থাকলেও ঈদে আলোর মুখ দেখছে না সিনেমাটি। তা না হলে সিনেমাটি এবার ঈদেই মুক্তি পেত। 

প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD