রিয়াল মাদ্রিদে যত টাকা বেতন পাবেন এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪
নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ না থাকায় তাকে ফ্রিতেই দলে পেয়েছে লস ব্লাঙ্কোরা। যদিও দলের অন্য ফুটবলারদের তুলনায় তার পেছনে বেশিই খরচ করতে হবে স্প্যানিশ জায়ান্টদের।
সোমবার (৩ জুন) রাতে এক বিবৃতিতে এমবাপ্পেকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করেছে রিয়াল। বিবৃতিতে ক্লাব জানিয়েছে, তারা এমবাপ্পের সঙ্গে আগামী ৫ মৌসুমের জন্য চুক্তি করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বপ্নের কথা জানিয়েছেন এমবাপ্পে নিজেও।
ব্রিটিশ গণমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রিয়ালে বছরে দেড় কোটি থেকে ২ কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এমবাপে। স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপে রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন। তাদের মতে, বছরে দেড় কোটি ইউরো পাবে এমবাপে। এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির শর্তও আছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
আরও পড়ুন: ছিটকে গেলেন এডারসন, ব্রাজিলের কোপা স্কোয়াডে চার নতুন মুখ
বিবিসিও জানিয়েছে, এমবাপে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫ কোটি ইউরো। সাইনিং বোনাসের এই টাকাটা তার চুক্তির পাঁচ বছর মেয়াদে ভাগে ভাগে দেবে রিয়াল।
নাইকি, হাবলট, অরেঞ্জ, ইএ স্পোর্টস, দিওর–এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে এমবাপের। এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় ৩ কোটি ইউরো পান ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
জেবি/আজুবা