Logo

ট্রফি জিততে ভাগ্যেরও সহায়তা লাগে: মাহমুদউল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ২৪:০০
32Shares
ট্রফি জিততে ভাগ্যেরও সহায়তা লাগে: মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকা নিয়ে এবার মুখ খুলেছেন মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের মাটিতে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের আগামী ৮ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার ও ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছে টিম টাইগারর্স। তবে অতীতের সবকিছু ছাপিয়ে সামনে ভাল কিছু করার আশা করছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের বিশ্বকাপ উপলক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। বুধবার (৫ জুন) বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। বয়স বাড়লেও এখনো দলের মিডল অর্ডারের ভরসা হয়ে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিবির ক্যামেরার সামনে জানিয়েছেন নিজের অনেক কথাই। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকা নিয়ে এবার মুখ খুলেছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালে অধিনায়ক থাকলেও পরের বিশ্বকাপেই বাদ পড়েছিলেন মি: সাইলেন্ট কিলার। এরপর আবার সুযোগ পেয়েছেন এবারের নবম আসরে। 

বিশ্বকাপের বাদ পড়া নিয়ে মাহমুদউল্লাহ জানান, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ এখনো জিতেনি বড় কোনো ট্রফি। এর মাঝে ভাগ্যের কিছুটা সহায়তাও খুঁজছেন মাহমুদউল্লাহ, ‘ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন আরেকটি সুযোগ সামনে। সমর্থন আছে ইনশা আল্লাহ। যা যা করা সম্ভব আমরা করব।’

জেবি/আজুবা

বিজ্ঞাপন

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD