Logo

বিশ্বকাপে কী করলে দল ভাল হয়ে যাবে জানালেন তাসকিন

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ২৪:৪০
35Shares
বিশ্বকাপে কী করলে দল ভাল হয়ে যাবে জানালেন তাসকিন
ছবি: সংগৃহীত

এবার দলের ব্যর্থতা খুঁটিনাটি সব নিয়ে ডালাসে গণমাধ্যমের সাথে কথা বলেছে

বিজ্ঞাপন

নবম বিশ্বকাপের উদ্দেশে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ মিশনে নামার আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতেছে বাংলাদেশ, সিরিজে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল টপঅর্ডারের ব্যর্থতা। সেই টপঅর্ডারের ব্যর্থতা নিয়েই বিশ্বকাপ খেলতে ১৫ মে দেশ ছাড়ে টাইগাররা। সেখানে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে সাকিব-শান্তরা।

বিজ্ঞাপন

এবার দলের ব্যর্থতা খুঁটিনাটি সব নিয়ে ডালাসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদ। তাসকিন বলেন, 'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'

বিজ্ঞাপন

তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, 'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।'

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আগে অবশ্য বেশ কিছুটা সময় আছে। ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সূচি বিচারে সবার শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD