Logo

বিশ্বকাপের আগমুহূর্তে হারানো সম্রাজ্য দখলে নিলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ০২:৩৮
36Shares
বিশ্বকাপের আগমুহূর্তে হারানো সম্রাজ্য দখলে নিলেন সাকিব
ছবি: সংগৃহীত

তবে তা উদ্ধার করতে বেশি সময় লাগলো না মি: সেভেনটি ফাইভের

বিজ্ঞাপন

সপ্তাহ খানেক আগে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংসহ তিন ফরম্যাটে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তা উদ্ধার করতে বেশি সময় লাগলো না মি: সেভেনটি ফাইভের। বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা ফিরে পেয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন টাইগার অলরাউন্ডার। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।  

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা সুবিধা করতে পারে নি শ্রীলঙ্কা। বড় ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ম্যাচটিতে বল হাতে ২২ রানে ২ উইকেট শিকার করলেও ব্যাট হাতেকোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন হাসারাঙ্গা।

বিজ্ঞাপন

এদিকে, আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে শান্ত-সাকিবরা। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD