Logo

মায়ের দোয়া টিম হয়ে গেছি: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ২৩:৫৪
35Shares
মায়ের দোয়া টিম হয়ে গেছি: সাকিব
ছবি: সংগৃহীত

‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’

বিজ্ঞাপন

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ মাঠে নামবে শনিবার (৮ জুন)। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে ম্যাচ ভেন্যুতে গতকাল বুধবার অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকায় দল থেকে ছিটকে পড়েছেন পেসার শরিফুল ইসলাম তা বাদে বাকি সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। 

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা করে সাকিব বললেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’

বিজ্ঞাপন

মূলত বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। বিশেষ করে শেখ মেহেদীর এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকদের হাসাহাসির শেষ নেই। 

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি আশানুরূপ ভাল নয়। দলের টপঅর্ডারের ব্যর্থতায় দীর্ঘদিন ধরে ভুগছে টাইগাররা। তিন নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনেই আছেন অফফর্মে। আবার পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

বিজ্ঞাপন

এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে বোলিং পারফরম্যান্সটাও নিশ্চয়ই নিজের কাছে ভালো লাগেনি সাকিবের। বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD