পাবনায় চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জামাই খুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৪

পাবনায় ছাগলে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শশুরের ছুরিকাঘাতে হাবুল (৩০) নামে ভাস্তি জামাই খুন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে। নিহত হাবুল সরদার দাসপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
আরও পড়ুন: পাবনার ‘রাজা বাবুর’ দাম ১৫ লাখ টাকা
সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ননের দাস পাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে হাবুলের শাশুরীর ছাগল চাচা শশুর সিরাজের কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে হাবুল শাশুরীর পক্ষ নিয়ে চাচা শশুর সিরাজের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা শশুর সিরাজ সরদার জামাই হাবুলকে ছুরিকাঘাত করে। এতে হাবুলের শরীরে প্রচন্ড রক্তক্ষরণ হলে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এলাকায় আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ জিয়া সাংস্কৃতিক পরিষদ আঁকড়ে বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগের ৩ কর্মী

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনায় সড়কের পাশে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
