অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন

কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। ৫৭ বছর বয়সেই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি নিজ বাড়িতে মারা যান। খবর আনন্দবাজারের।  

জানা গেছে, গতকাল বুধবার একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা ছিলেন অভিষেক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, শতাব্দি রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

অভিষেক চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৬৪ সালের ৩০ এপ্রিল। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ‘পথভোলা’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু। তার অভিনীত সিনেমাগুলো হলো, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’,‘নীলাচলে কিরীটি’। বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দাতেও সমানভাবে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। 

এসএ/