শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে যত রেকর্ড টাইগারদের


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪


শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে যত রেকর্ড টাইগারদের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয়লাভ করে শুরু করেছে বিশ্বকাপ যাত্রা। ২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা কোনো দলকে হারিয়েছে শান্ত-সাকিবরা।


শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ২ উইকেট এবং ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছিয়ে যায় টাইগাররা।


লিটন দাসের ৩৬, তাওহীদ হৃদয়ের ৪০ এবং শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ১৪ রানকে পুঁজি করে বিশ্বকাপে প্রথমবার লঙ্কানদের হারায় বাংলাদেশ। আর এই জয়ে বেশ কিছু রেকর্ডও গড়েছে টিম টাইগার্স।


আরও পড়ুন: মায়ের দোয়া টিম হয়ে গেছি: সাকিব



 এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার লঙ্কানদের মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তৃতীয়বারের দেখায় জয় পেলো টাইগাররা।



 এই জয় উইকেটের বিচারে সবচেয়ে কম ব্যবধানে জয়। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তবে বাংলাদেশই প্রথম না, আরও ৪ দল এই ব্যবধানে জিতেছে।



পরপর ৩ বলে ৩ ছক্কা সবমিলিয়ে তাওহীদ হৃদয়ের ৪ ছক্কা। টাইগারদের যেকোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মার। এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ ছক্কা হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। ৪ ছক্কার কীর্তিতে হৃদয়ের পাশেই আছেন সাকিব আল হাসান, তামিম এবং মোহাম্মদ নাঈম শেখ।


আরও পড়ুন: বিশ্বকাপে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন শান্ত


৬৩


চতুর্থ উইকেট এবং এর নিচে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ। লঙ্কানদের বিপক্ষে লিটন-হৃদয় এই রেকর্ড গড়েন। এর আগে, ২০১৬ বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিয়াদ ও মুশফিকের ব্যাটে এই কীর্তি (৫১ রান) গড়েছিল বাংলাদেশ।



টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ জয় এটি। বাংলাদেশ কেবল জিম্বাবুয়ের বিপক্ষে এর চেয়ে বেশি জয় পেয়েছে। রোডেশিয়ানদের বিপক্ষে ১৭ বার জিতেছে লাল-সবুজেরা। এ ছাড়া আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি করে জয় আছে বাংলাদেশের।


এদিকে এক অভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে সবচেয়ে কম বল হাতে রেখে জয়ের রেকর্ডও এটি। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ওভার হাতে রেখেই জিতেছিল টাইগাররা।


১২৫


সবচেয়ে কম রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে, আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৭৩ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। সেরাটা দিয়েই প্রত্যাশিত জয় পেয়েছে টাইগাররা। ২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথমবার আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা কোনো দলকে হারিয়েছে লাল-সবুজেরা।


জেবি/আজুবা