‘ভারতকে মোটেও ভয় পাচ্ছি না, মুখিয়ে আছি খেলার জন্য’


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪


‘ভারতকে মোটেও ভয় পাচ্ছি না, মুখিয়ে আছি খেলার জন্য’
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দাপুটে পারফরম্যান্সে উড়ছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। শক্তিশালী কানাডাকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল মোনাঙ্ক প্যাটেলরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তারা। সুপার ওভার থ্রিলারে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা।


এবার যুক্তরাষ্ট্রের সামনে ভারত চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকলেও ভারতের বিপক্ষে সেই রেকর্ড ধরে রাখতে চান দলের সহ-অধিনায়ক অ্যারন জোনস। তিনি জানিয়েছেন, কোহলি-রোহিতদের মোটেও ভয় পাচ্ছেন না তারা বরং ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন।


আরও পড়ুন: বিতর্কিত ইস্যুতে সেই আম্পায়ারকে ধুয়ে দিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল


ভারতের বিপক্ষে নামার আগে অ্যারন জোনস বলছেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলব, এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে উৎসাহের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই। অবশ্যই তাদের সঙ্গে খেলব। চেষ্টা করব জেতার।


আরও যোগ করেন, আমাদের দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ রোমাঞ্চিত এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলার জন্য।’


আরও পড়ুন: স্টেডিয়ামে বসে দেখেছেন পাক-ভারত ম্যাচ, হঠাৎ মৃত্যু বোর্ড কর্মকর্তার


সম্প্রতি, কানাডার বিপক্ষে প্রথম ম্যাচেই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন অ্যারন জোনস। ৪০ বলে করেছিলেন ৯৪ রান, মেরেছিলেন ১০টি ছক্কার মার। পাকিস্তানের বিপক্ষেও খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস, করেছিলেন ২৬ বলে ৩৬। এবার বুমরাহদের বিপক্ষেও ভালো খেলার আশা মার্কিন এই ব্যাটারের। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বের প্রথম দিকের ম্যাচগুলোতে মাঠে দর্শক তেমন না থাকলেও ভারতের খেলার দিন গ্যালারি পুরো ঠাসা থাকছে। জোনসের আশা তাদের খেলা দেখতেও মাঠ ভরাবেন স্বাগতিক সমর্থকরা। 


জেবি/আজুবা