নড়াইলে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মীরেপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান খানের ছেলে
বিজ্ঞাপন
নড়াইলে ৫০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ শামীম খান (৩৮) নামে এক মাদক কাবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
বুধবার (১২ জুন ) বিকালে সদর উপজেলার মীরেপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কাবারি মোহাম্মদ শামীম খান সদর উপজেলার মীরেপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান খানের ছেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বিকালে সদর উপজেলার মীরেপাড়া এলাকার ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দলের সদস্যরা। পরে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরীদর্শক শাহরিয়ার হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল জব্দসহ মোহাম্মদ শামীম খান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এমএল/
বিজ্ঞাপন








