Logo

বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ২৪:৩৩
34Shares
বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল
ছবি: সংগৃহীত

এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত নিশ্চিত করেছে সুপার এইট।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে মাঠে গড়িয়েছে ২৬টি ম্যাচ। তাতেই জমে উঠেছে আসরের গ্রুপ গুলো। ইতোমধ্যে  চারটি দল নিশ্চিত করেছে সুপার এইট। বাকি চারটি স্থানের জায়গা পাওয়ার দৌঁড়ে এখনও টিকে আছে প্রায় ১৪টি দল। 

সবশেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৩ জুন) নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে ক্যারিবিয়ানরা। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত নিশ্চিত করেছে সুপার এইট। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই মধ্যে বিদায়ের ঘন্টা বেজেছে নামিবিয়া এবং ওমানের। কোনো গাণিতিক জটিলতা তাদের সুপার এইটে পৌঁছাতে দিচ্ছে না। আবার সেই সমীকরণের আশায় টিকে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এদের মধ্যে আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোন ফলাফল এলেই বিদায় নেবে লঙ্কানরা। 

আবার অন্যদিকে আজই সুপার এইটে এক পা দিয়ে রাখতে পারে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই চলবে তাদের। বিশ্বকাপের ম্যাচে আবার ম্যাচ গড়াপেটার সম্ভাবনাও দেখা দিয়েছে। সবমিলিয়ে ২৬ ম্যাচ শেষে জমে উঠেছে সুপার এইটের লড়াই।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD