Logo

বিশ্বকাপের যে রেকর্ডের মালিক শুধুই সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৪, ২৪:০৯
41Shares
বিশ্বকাপের যে রেকর্ডের মালিক শুধুই সাকিব
ছবি: সংগৃহীত

এবার প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার সাকিব আল হাসান। ভালোবেসে ভক্তরা তাকে ডাকেন ‘মি: সেভেনটি ফাইভ’ ২২ গজে নামলেই ভাঙা-গড়ার রেকর্ড তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে টাইগাররা। দারুণ এই জয়ের  অন্যতম কারিগর সাকিব। চাপের মুখে ব্যাট হাতে ফিফটিও হাঁকান তিনি। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বিশ্ব-ক্রিকেটে একমাত্র ক্রিকেটার সাকিবই, যিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বমঞ্চে ২ হাজার ১৪৯ রান এবং ৯০ উইকেট শিকার করেছেন। তার ধারেকাছেও কেউই নেই।

পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের লাল-সবুজের জার্সিতে ১ হাজার ৩৩২ রান রানের পাশাপাশি বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের নয়টি আসরে খেলে ৮১৭ রান এবং ৪৭ উইকেট শিকার করেছেন সাকিব। ডাচদের বিপক্ষে ফিফটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকান তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখান সাকিব। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD