ঈদের দিন দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪


ঈদের দিন দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান সাকিব
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সুপার ‍এইটের পথে টাইগাররা। শেষ আট নিশ্চিতের মিশনে সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোরে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত-সাকিবরা।


বাংলাদেশ যেদিন নেপালের বিপক্ষে মাঠে নামবে সেদিন দেশে ঈদ উল আজহা পালিত হবে। তাই সেই ম্যাচে জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান।


আরও পড়ুন: স্টাম্পে লাথি, ৩ বছর পর মুখ খুললেন সাকিব


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানান, অবশ্যই নেপালের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে যাব আমরা। যা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি। যেহেতু ঈদের দিন, আমরা যারা মুসলমান আছি তাদের জন্য অনেক আনন্দের দিন। আর বাংলাদেশের প্রায় সব ধর্মের মানুষেরাই সেই দিনটি উদযাপন করে। ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটাতে পারব বলে আশা করছি।


টানা দুই ম্যাচ ব্যাট-বলে ব্যর্থ সাকিব ঘুরে দাঁড়িয়েছেন তৃতীয় ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। দীর্ঘ ১৯ ইনিংস পর হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া সাবেক ক্যাপ্টেন ৪৬ বলে ৯ চারে ৬৪ রানের অপরাজিত কার্যকরী ইনিংস খেলেছেন।


আরও পড়ুন: সাকিবের রানে ফেরার দিনে বাংলাদেশের সংগ্রহ ১৫৯


ডি গ্রুপে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল। সাকিবও তা মনেপ্রাণে বিশ্বাস করছেন-‘আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে আমরা আত্মবিশ্বাসী। দল হিসেবে যেভাবে পারফর্ম করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।’


জেবি/আজুবা