সুপার এইটের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ভারত

আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত
বিজ্ঞাপন
আফগানিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে সুপার এইট নিশ্চিত করেছিল। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে রশিদ-ফারুকীরা।
বৃহস্পতিবার (২০ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইংলিশ ঝড়ে উড়ে গেল ক্যারিবিয়ানরা
বিজ্ঞাপন
এই ম্যাচে একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামছে রোহিত-কোহলিরা। মোহাম্মদ সিরাজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কুলদ্বীপ যাদব। দুই পেসার নিয়েই মাঠে নামছে তারা।
অন্যদিকে আফগানরাও একাদশে একটি পরিবর্তন এনেছে। অলরাউন্ডার করিম জানাতকে বাদ দিয়ে একাদশে নিয়েছে মুজিবের পরিবর্তে বিশ্বকাপ খেলতে আশা হজরতুল্লাহ জাজাইকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং এবং জসপ্রিত বুমরাহ।
আফগানিস্তানের একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, নাভিন উল হক এবং ফজলহক ফারুকী।
বিজ্ঞাপন
এমএল/