ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
ছবি: সংগৃহীত

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। 


বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছিলো টাইগাররা। জাকের আলীর পরিবর্তে একাদশে জায়গা পান শেখ মাহেদী। তবে ভারতের বিপক্ষে মাহেদী একাদশে থাকবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। 


আরও পড়ুন: ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ


বাঁচা-মরার ম্যাচেও টাইগার একাদশে শরিফুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তিন পেসার হিসেবে একাদশে থাকবেন তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিব। ওপেনিংয়ে ব্যর্থ হওয়া লিটন-তামিম পাচ্ছেন আরও একটি সুযোগ। এছাড়া শেখ মাহেদী এই ম্যাচের একাদশেও থাকার সম্ভাবনা বেশি। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান। 


জেবি/আজুবা