Logo

বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে, যা রয়েছে নিয়মে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০১:২০
46Shares
বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে, যা রয়েছে নিয়মে
ছবি: সংগৃহীত

সেক্ষেত্রে জমে যেতে পারে সেমিফাইনালের দৌড়।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ-ভারত ম্যাচেও হানা আনতে পারে বৃষ্টি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি কিছুটা হলেও ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দ্বীপে এখন চলছে বর্ষাকাল, তাই  দুই দলের এই লড়াইয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৈরি আবহাওয়া। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, সুপার এইট পর্বে কোনো ম্যাচের জন্যই নেই রিজার্ভ ডে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এমনটি হলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ২ ম্যাচে ৩। বাংলাদেশের পয়েন্ট হবে ২ ম্যাচে ১। সেক্ষেত্রে জমে যেতে পারে সেমিফাইনালের দৌড়। 

কারণ, শেষ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। এমনকি, শেষ ম্যাচে হেরে বিদায় নেওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে কোহলি-রোহিতদের।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD