বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মোদি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মোদি
ছবি: সংগৃহীত

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টাইগারদের শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


শনিবার (২২ জুন) দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। এ সময় সাকিব-রোহিতদের শুভকামনা জানিয়েছেন তিনি।


তিনি বলেন, আমি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারত ম্যাচের জন্য উভয় দলকে শুভ কামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।


আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচে যত বিতর্ক


ভারতের বিপক্ষে শক্তিশালী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।


তবে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, ম্যাচের সময় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে বদলে যাবে সেমিফাইনালের সমীকরণ।


জেবি/আজুবা