দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত সারতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে। যেখানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১৩০ রানের ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে যুবা টাইগাররা।


বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে ৩২.১ ওভারেই ১৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এতে ১৩০ রানের বড় জয় পায় বাংলাদেশ। 


জবাব দিতে নেমে ওপেনার মুহাম্মদ বুলবুলিয়া ক্রিজ আঁকড়ে ধরলেও টাইগার বোলারদের তোপে বাকিরা থিতু হতে পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ে যান বুলবুলিয়া। 


আরও পড়ুন: মেহেদীর জাদু-তানজিদের তাণ্ডব, সিরিজ জয় টাইগারদের


শেষ পর্যন্ত ৩৩তম ওভারে তিনি আউট হলে সমাপ্তি ঘটে প্রোটিয়াদের ইনিংসেরও। ৭৯ বলে ৭২ রান করে স্বাধীনের বলে বোল্ড হন প্রোটিয়া অধিনায়ক।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিন ফিফটি তুলে নেন তিন টাইগার ব্যাটার। ৬১ বলে ৯ চার ও ২ ছক্কার মারে ৭০ রানের মারকুটে ইনিংস খেলেন ওপেনার জাওয়াদ আব্রার। ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিজান হাসান। 


এছাড়া ৭৬ বলে ৭ চারের মারে ৬৩ রান করেন মোহাম্মদ আব্দুল্লাহ। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।


আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান


উল্লেখ্য, আগামী ১৯ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২২ জুলাই।


এমএল/