টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪


টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। গেল বছর গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে কবে বিদায় নিচ্ছেন। সেখানে সাকিব বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ খেলে সরে যাবেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় এটাই তার শেষ বিশ্বকাপ কি না? জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি এই টাইগার অলরাউন্ডার।


আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচে যত বিতর্ক


সাকিব বলেন, 'শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে।'


২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা প্রসঙ্গে তিনি জানান, 'বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা রয়েছে। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমারও সেভাবে ইচ্ছা আছে।'


আরও পড়ুন: বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে, যা রয়েছে নিয়মে


যোগ করে সাকিব বলেন, যতদিন খেলা উপভোগ করবেন ততদিন খেলবো; 'উপভোগ না করলে তো খেলা যায় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।'


জেবি/আজুবা