Logo

ডিগবাজি দিতে গুরুতর আহত জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ০৪:২৪
58Shares
ডিগবাজি দিতে গুরুতর আহত জায়েদ খান
ছবি: সংগৃহীত

আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ঢালিউডে ক্যারিয়ারের শুরুর দিকে সেভাবে ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারেননি এই অভিনেতা। এছাড়াও তার অভিনয় দক্ষতা, সংলাপ উপস্থাপন, শারীরিক ভাষা, নাচ- কমবেশি অনেক বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে, সৃষ্টি হয়েছে সমালোচনা। 

সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে একটি স্টেজ শো করেছেন তিনি। পরে দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে ব্যথা পেয়েছেন কোমরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন জায়েদ। কিন্তু হঠাৎ কোমরে ব্যথা পান এবং থমকে যান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে জায়েদ বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। এই চিত্রনায়ক আরও বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD