দলকে বাঁচাতে টাইগারদের বিপক্ষে চোটের ‘অভিনয়’ করেছিলেন গুলবাদিন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪
আইসিসির কোনো বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। আফগানরা বাংলাদেশকে হারিয়ে কেবল তাদের বিদায়ই নিশ্চিত করেনি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকেও। যখন রশিদ খানদের বীরত্বগাথা নিয়ে প্রশংসার বন্যা বইছে, তখনই আবার চোটের কারণে গুলবাদিন নাইবের মাঠ ছাড়ার ধরন নিয়েও সমালোচনা হচ্ছে!
বৃষ্টির আভাস। আফগানিস্তানের ডাগআউট থেকে কোচ জোনাথন ট্রট সঙ্কেত দিচ্ছিলেন, সময় নিতে। ১২তম ওভারে পঞ্চম বল করতে যাচ্ছিলেন নূর আহমেদ। হঠাৎ স্লিপে পড়ে গেলেন আফগান ক্রিকেটার গুলবাদিন নাঈব। দেখে মনে হয়েছে ক্র্যাম্প।
আরও পড়ুন: লজ্জার বিশ্বকাপের সঙ্গে যত টাকা নিয়ে দেশে ফিরবে টাইগাররা
তবে সেটিকে সময় নষ্ট করার কৌশল হিসেবেই দেখছেন কমেন্টেটররা। এমনকি অধিনায়ক রশিদও সন্তুষ্ট হতে পারেননি সতীর্থর এমন আচরণে। এমন সময় শুরু হয় বৃষ্টি।
মাঠ থেকে উঠে যাওয়ার সময় লিটনও হাসতে হাসতে কিছু একটা বলছিলেন নবীকে। তিনিও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মজা নিচ্ছিলেন। সেসময় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের থেকে ২ রানে এগিয়ে ছিল আফগানরা। যদিও কিছুক্ষণ পরই আবার বল মাঠে গড়িয়েছে।
সাধারণত ফুটবলে সুবিধা নেওয়ার আশায় চোটের অভিনয় করতে দেখা যায় খেলোয়াড়দের। যা দেখে রেফারি তার পক্ষে কিংবা কখনও ইচ্ছাকৃত ভান ধরার আচরণ বুঝে কার্ড দেখান। গুলবাদিন নাইবের ঘটনায় যেন সেটাই মনে পড়ল রবিচন্দ্রন অশ্বিনের। ভারতীয় এই তারকা অলরাউন্ডার সামাজিক মাধ্যমে (এক্স, সাবেক টুইটার) লেখেন, ‘গুলবাদিন নাইবকে রেড কার্ড দেখানো উচিৎ।’ এ ছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার
এ তো গেল পূর্বের ঘটনা, বৃষ্টি থামার পর গুলবাদিন মাঠে নেমে উইকেটও নিয়েছেন। স্বাভাবিকভাবেই শামিল হয়েছেন সতীর্থদের সঙ্গে বিজয়োল্লাসে। তার চোটের অবস্থা কেমন, তা নিয়ে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে আফগান অধিনায়ক রশিদ খান জানান, ‘হ্যাঁ তার ক্র্যাম্প (পায়ের পেশিতে টান লাগা) হয়েছিল। আমার মনে হয়, সে ঠিক আছে। সে যে উইকেটটি নিয়েছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
সোশ্যাল মিডয়িায় ওঠা আলোচনা নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে জানি না তার কী হয়েছিল এবং সামাজিক মাধ্যমে কী চলছে সেটিও জানা নেই। এটা মাঠের ইনজুরি এবং তাতে কোনো ওভারও কাটা যায়নি। বৃষ্টি থামার পর আবার খেলাও হয়েছে এবং আমি মনে করি না গুলবাদিনের চোটের ঘটনা ম্যাচে বড় কোনো প্রভাব ফেলেছে। কারণ পাঁচ মিনিট পরই আমরা মাঠে নামি। মনে হয় এটি সাধারণ একটি চোটের ঘটনা এবং তার জন্য আপনি সময় নিতেই পারেন।’
জেবি/আজুবা