আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪
ক্রিকেট বিশ্বের সেরা তারকা ব্যাটারদের অন্যতম ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ফরম্যাট থেকে অবসর নেবেন এমন আভাস অনেক আগেই দিয়ে রেখেছিলেন ওয়ার্নার। আজ আফগানদের কাছে বাংলাদেশের হারের পর অজিদের শেষ হয়ে গেছে সেমির স্বপ্ন। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
মঙ্গলবার (২৫ জুন) ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে ধন্যবাদ দিয়েছে তাকে।
আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে কবে কে কার মুখোমুখি?
সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিল জটিল সমীকরণ। ১২.১ ওভারের মাঝে জয় পেলে বাংলাদেশ যেত সেমিফাইনালে। আর এরপর জয় পেলে অস্ট্রেলিয়া পেতো সেমিফাইনালের টিকিট। কিন্তু এসবের কিছুই হয়নি। বাংলাদেশ হেরেছে। আর ৮ রানের জয়ে আফগানিস্তান গিয়েছে সেমিতে।
এতেই শেষ হয়েছে অজিদের সেমিফাইনাল স্বপ্ন। সেইসঙ্গে শেষ হলো ডেভিড ওয়ার্নারের যাত্রা। ভারতের বিপক্ষে গতকালের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচই ছিল ডেভিড ওয়ার্নারের। যেখানে দল হেরেছে ২৪ রান। আর ওয়ার্নার বিদায় করেছেন ৬ বলে ৬ রান করে।
আরও পড়ুন: বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে সেমিতে আফগানিস্তান
অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩ হাজার ২৭৭ রান করেছেন। ২০ ওভারের ফরম্যাটে ১৪২.৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এক ঝাঁক শিরোপার সাক্ষী এই ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে অজিদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপেরও শিরোপা জিতেছেন তিনি।
তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে প্রায় ১৯ হাজার রান। সেই সঙ্গে রয়েছে ৪৯টি সেঞ্চুরিও। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ওয়ার্নারকে নিয়মিত দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ক’দিন আগেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
জেবি/আজুবা