৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪


৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার  সময়সূচি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার (২৫ জুন)  পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়। 


আরও পড়ুন: অষ্টম শ্রেণি চালুর জন্য প্রস্তুত আরও ১৫৪ স্কুল


এতে বলা হয় হয়, “৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশন সচিবালয়ের গত ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তিটি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।”


আরও পড়ুন: শরীফার গল্প বাদ, পাঠ্যবইয়ে যুক্ত হবে নতুন গল্প


এর আগে গেল ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।


জেবি/এসবি